প্রকাশিত: Sun, Feb 19, 2023 4:06 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:48 AM

অকেজো ইভিএমে নির্বাচন বিপর্যস্ত হবে: জি এম কাদের

খালিদ আহমেদ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেছেন, দেশের সাধারণ মানুষ ইভিএম বিশ্বাস করে না। ইভিএমে ভোট দিতে চায় না। মানুষ মনে করে, ইভিএম হচ্ছে ভোট চুরির আধুনিক মেশিন।

রোববার কাকরাইলে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী পার্টির সঙ্গে মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে একমাত্র আওয়ামী লীগ ও তাদের মিত্র কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই এর বিপক্ষে মতামত দিয়েছে। এর পরও নির্বাচন কমিশন ইভিএমে ভোট নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি নির্বাচন কমিশন অচল ও অকেজো ইভিএম সচল করতে কোটি কোটি টাকা খরচ করছে। দেশের মানুষ ইভিএমে নির্বাচন করার উদ্যোগকে সন্দেহের চোখে দেখছে, এই মন্তব্য করে কাদের বলেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই মেশিনের ওপর দেশের ৯০ ভাগ মানুষের আস্থা নেই। আমরা কারচুপির নির্বাচন চাই না। কারচুপির নির্বাচনে আমরা জিততেও চাই না। আমরা চাই, মানুষের ভোটাধিকার। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব